(১)
ছদ্মবেশে থাকে
নিজ'কে লুকিয়ে রাখে
বুঝি কিসের ভয়
যদি তার স্বরূপ দেখে
সমাজ মুখ ফিরিয়ে নেয়


(হ তে-হাটে হাঁড়ি ভাঙা)
                                          (২)
ক তে কাকাতুয়া, ক তে কাক
একটা খাঁচায় আর একটার নোংরায় বাস
একটা নকলবাজ আর একটার কর্কশ আওয়াজ
চতুর ও দুষ্ট মানুষের প্রিয়
পাখিদের এই বদঅভ্যাস


(য তে যমের অরুচি)
                                          (৩)
ভালোদের কোন দল নেই
দুষ্ট দের অনেক দল
স্বভাবে ওরা গাঁদাল পাতা
ভাব-ভঙ্গিমায় যেন শতদল


(ব তে বাস্তুঘুঘু)
                                         (৪)
এ রাস্তা কোথায় যায়
জনান্তিকে পথিক শুধায়
রাস্তার নেই কোন যাওয়া-আসা
শুধু পথিকের তরে বুক পেতে পড়ে থাকা


(র তে রথ দেখা কলাবেচা)
                                       (৫)
আত্মার সাথে করেছে বেইমানি
কথাবার্তায় অজুহাতের হাতছানি
এ সব কথা মুখে বলবার নয়
তাই কবিতায় শব্দের টানাটানি


(ল তে ল্যাজে খেলানো)




বিশেষ--৪ নং ছাড়া সবকটা স্যাটায়ার, বন্ধনীর মধ্যে উপসংহার 'প্রবাদ বাক্য'র মাধ্যমে।