আকার নেই তাতে কি?
আদলও নেই তাতেই বা কি?
অস্তিত্ব তো আছে
যেমন নিজের--------নিঃশ্বাসে
ঠিক তেমনই তাঁর-------------বিশ্বাসে--
অথচ আমরা বিশ্বাস ভুলে যাই
মাটিতে গড়াগড়ি খাই,
আর তক্ষুনি আর একটা বিশ্বাস হাত বাড়িয়ে দেয়
বেঁচে থাকার--------------------আশ্বাসে--