(১)
ধূপ জ্বলে স্বমহিমায়
ছাই পড়ে থাকে অবহেলায়
                                               (২)
'নো থ্যাঙ্কস্  নো সরি'
বন্ধুত্বের নেই কোন জারিজুরি
                                               (৩)
সত্তর দশক-হাতে চটিখাতা,চটিবই,মুখে হাসি আর কথার খই
একুশ শতক-কাঁধে ভারি ব্যাগ,মুখ সিরিয়াস,শিশু ভোলানাথ কই?
                                               (৪)
আমি ভাবি সে বোকা,সে ভাবে আমাকে
বোধের এক্কাদোক্কা কে নাচায় কাকে?
                                               (৫)
ছিঃ ছিঃ শরীর,লঘু আমি'কে আগলে আগলে রাখে
দুজনার ই ভয়-কখন হারায় জটিল জীবনের বাঁকে