(কোন কবিই অকবি নয় বরং আলোকসঞ্জাত এই ভাবনার উপস্থাপনায়............)


এ কবিতা তোমার-আমার
আমাদের সবার--
সুরে সুর মিলিয়ে
কবিরা কি চান
এসো গাহি সেই গান--


সমাজ আর শাসকের কাছে
জোর গলায়--
ঘৃণা-বিদ্বেষ-ভয়
আমাদের কাম্য নয়--


পাঠকের কাছে
আকুলতায়--
কিছু স্নেহ কিছু ভালোবাসা
এই প্রত্যাশায়--


সাথী কবিদের কাছে
আদ্রতায়--
কে বলে আমি লিখেছি কবিতা
আমি তো সাজিয়েছি শব্দ যা তা
যেমন সাজানো হয় বিবাহ-বাসরে
প্রিয় বান্ধবীকে অপরূপ শৃঙ্গারে--


সময়ের কাছে
দৃঢ়তায়--
কান পেতে শোন
আমরা মানি না জাতপাত
আমরা আলোকসঞ্জাত
আমরা নই কারো ক্রীতদাস--


আমরা ছিলাম, আছি আর থাকবো
দরকার মত সমাজকে জাগাবো--


নিজেদের বলি--
তুই আমার বোন
তুই আমার ভাই
আয় না
মনোহর এই কবিতার আসরে
একে অন্যের হাত ধরে রই
আদরে............





বিশেষ--একটা পুরনো কবিতার পুনঃ অনুরণন...