( এই কবিতাটা ৫/৭ এর 'স্লোগান' কবিতার পরিপূরক)


কলকাতা থেকে কাঠমান্ডু
আমার এলাকা--
ঢাকা থেকে করাচি
আমার এলাকা--
লন্ডন থেকে প্যারিস
আমার এলাকা--


মানুষের অবয়বে ঘৃন্য হিংস্ররা
আপোষে নিজেদের কোতলভূমি
আলাদা আলাদা করে বেছে নিয়ে
এক অন্ধবিশ্বাসের তাড়নায়
হনন উত্সব? শুরু করে দেয়----


অনেক অনেক বছর পর.........


পবিত্র রমজান মাসের তপস্যা  শেষে
খুশির ঈদ--
মহামহিম চাঁদের আলোয়
প্রভু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন
সেই সব ঘৃণ্যদের সঠিক এলাকা--
কি আশ্চর্য! সবই এক সাইজ,


'ছয় ফুট বাই দুই ফুট বাই দেড় ফুট'...............



বিশেষঃ-- 'স্লোগান' এবং 'এলাকা' দুটো কবিতাই গুলশানের হত্যাকান্ডের প্রতিবাদে--বিশেষ করে দ্বিতীয়টায় হিংস্রদের নিশ্চিত পরিনতি.........