(শখের কবি আর সাংবাদিকের ইন্টারভিউ------
মফস্বলের কবি,মফস্বলের কবি-উপসংহার এর পর এই শখের কবির শেষ কথা)


শখের কবি--
'উচ্চারণে সংযম
শব্দচয়নে শালীনতা
আচরণে ভব্যতা
স্বভাবে সখ্যতা,
এই হল কবি-পরিচিতি'র সারকথা--


সাংবাদিক--
এইসব ইন্টু মিন্টু ছাড়ুন
সরাসরি বলুন
কটা বই ছাপিয়েছেন?
কটা পুরস্কারই বা পেয়েছেন?
বিদেশে কবি সম্মেলনে কবার গিয়েছেন?
আপনার ফ্যান ক্লাবের সদস্য-সংখ্যা কত?
শেষ প্রশ্ন--
আপনি কিসে লেখেন আই প্যাডে নাকি ল্যাপটপে?


শখের কবি--
এইসব কিছুই আমার নেই,
ছেঁড়া চিরকুটে লিখে যাই দু চার মনকথা
যেন ঝরাপাতায় আঁকা
জীবনের সুখ দুঃখ ব্যথা--
তবে জেন
'আমাদের কবিতা নয় পণ্যের মোড়কে ভাঁজ করা
                                       বরং  মনকাড়া,
ভরে রাখে কবিতার ত্রিভূবন।


এবার একটু প্রগলভ হয়ে বললেন,
শেষ কথা--
সত্যি মাইরি!তিন দিব্যি দিয়ে বলছি
শত কাজ-অকাজের ভিড়ে
কবিতাই আমাদের প্রিয়জন..........,