গত ১৫/২/১৫ তে প্রকাশিত ' সুখবর সুখবর সুখবর...............' লেখায় আমার স্বচ্ছ
প্রস্তাব ছিলো-- বাংলাদেশ থেকে প্রকাশিত কাব্যসঙ্কলন ' শতরূপে ভালোবাসা'য় বাদ পড়ে যাওয়া বাকি ১০১ জন কবিদের নিয়ে পশ্চিমবঙ্গ থেকে একটা কাব্যসঙ্কলন প্রকাশ করা সেইহেতু ১) এক বিখ্যাত প্রকাশক ঠিক করা ২) প্রতিষ্ঠিত কবি দ্বারা সম্পাদনা
(এক আধজন তো আবার সম্পাদক আর বিচারক গুলিয়ে ফেলেছেন) আর তার সুফলস্বরূপ গুনগত নিন্মমানের কবিতাগুলো এডিটিং করে উপস্থাপনা ৩) মূলত একজন
ফাইনান্সার ঠিক করা আর এই সবকিছুরই আমি যোগাড় করেছিলাম! আমার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সুপ্রিয় এডমিন ও ১৬/২/১৫ তে ' পশ্চিমবঙ্গ থেকে বই প্রকাশ প্রসঙ্গে'
লেখায় তার অভিমত ব্যক্ত করেন! আসরের বেশির ভাগ কবি আমার প্রস্তাবের পূর্ণ সমর্থন করেন, কেউ কেউ দায়সারা গোছের মতামত  দিয়েছেন আবার একজন তো আলাদা করে বিভ্রান্তিমুলক বক্তব্য রেখেছেন! দুই লেখার মন্তব্যের মধ্যে কেবল কবি মোঃ
মজিবুর রহমানের বক্তব্যই স্পষ্ট আর যুক্তিযুক্ত! যাহোক সুপ্রিয় এডমিন তার বক্তব্য স্পষ্ট করে উপস্থাপিত করেছেন--তার ইচ্ছা 'শতরূপে ভালোবাসা'কে টেনে না নিয়ে একটা নতুন বিষয়ের উপর কাব্যসঙ্কলন যা আমার প্রস্তাবের বাইরে দ্বিতীয়ত নতুন করে কবিতা চয়ন যা একক ভাবে করা সম্ভব নয়--একাজ সুপ্রিয় এডমিন আর তার সহযোগীরাই করতে পারেন!এই বিষয়ে আমার ফাইনাল বক্তব্য আসরের সবার জন্যে বিশেষ করে যে ১০১ জন কবিকে আশার আলো দেখিয়ে ছিলাম তাদের উদ্দেশ্যে--আমার প্রস্তাবিত কাব্যসঙ্কলন সম্ভব কি অসম্ভব এই ব্যাপারে নির্ণয় নেওয়ার ভার আমি সুপ্রিয় এডমিনের
হাতেই ছেড়ে দিলাম! সবাইকে শুভেচ্ছা জানিয়ে খবর শেষ করছি!