গতকাল বাংলাদেশে একুশে বইমেলায় 'শতরূপে ভালোবাসা'
'কাব্যসংকলনের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়েছে! অতি আনন্দের বিষয়!কবি সরকার মুনীরের লেখায় জানলাম বিরাশি জন কবির তালিকা যদিও এ বিষয়ে সুপ্রিয় এডমিন আগেই জানিয়েছেন আর এও জানিয়েছিলেন যে মোট ১৮৩ জন কবির কবিতা সংকলনের জন্যে জমা পড়েছে! অর্থাৎ বাকী রইলেন আরো ১০১ জন কবি!বাকিদের একটা করে কবিতা নিয়ে  বাংলা কবিতা ডট কম এর 'শতরূপে ভালোবাসা'র দ্বিতীয় ভাগ যার নাম হবে-
-'শতরূপে ভালোবাসা সম্পূর্ণা' প্রকাশিত হবে ভারতবর্ষের বাংলা সাহিত্যের পীঠস্থান কলকাতা থেকে! প্রকাশনা করবেন
কলকাতার বিখ্যাত প্রকাশনা সংস্থা "প্রতিভাস"!সম্পাদনার জন্যে স্বনামখ্যাত কবি সুবোধ সরকার এবং যশস্বিনী কবি কৃষ্ণা বসুকে
অনুরোধ করা হয়েছে! যাবতীয় খরচ বহন করবেন
ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কার্টুনিস্ট ও লেখক তারক মেহতা'র ভাগ্নে যিনি আমার বন্ধু এবং সাহিত্য অনুরাগী!
গুজরাটি হয়েও অনেক বছর কলকাতায় থেকেছেন তাই বাংলাভাষার প্রতি তার অনুরাগ আছে! আর এই সঙ্কলন আগামী শ্রীদুর্গাপূজায় অর্থাৎ শারদীয়া প্রকাশনায় প্রকাশ পাবে!অবশ্য এ ব্যাপারে সুপ্রিয় এডমিনের সম্মতি এবং সহযোগিতা একান্ত কাম্য! তাছাড়া 'বাংলা কবিতা ডট কম' এর এই 'বাংলা কবিতার আসর
'যেমন বাংলাদেশে পরিচিতি পেয়েছে তেমনই ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে তথা বাংলা সাহিত্যের পীঠস্থান কলকাতা তে পরিচিতি পাবে! আজ এইটুকু থাক......পরবর্তীর সম্ভাবনায়!



১৮/২/১৫--রাত্রি ৯ ঘটিকা
                                   (পরবর্তীর সম্ভাবনা)
আমার 'সুখবর' প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সুপ্রিয় এডমিন তার অভিমত ব্যক্ত করেছেন--'পশ্চিমবঙ্গ থেকে বই প্রকাশ প্রসঙ্গে'--সেই লেখায় অনেক কবি যেমন কবি মোঃ মজিবুর রহমান,অভিজাত কবি,বৈরাগী কবি,ভাস্বতী কবি,সমঝদার কবি,অমায়িক
কবি এবং আরো অনেক কবি তাদের মতামত জানিয়েছেন--বিষয়টি এখন আলোচনাধীন
আশা করি শীঘ্রই কোনো নির্ণয় নেওয়া সম্ভব হবে--আপাতত সম্ভাবনা সম্ভাবনাতেই অপেক্ষমাণ!




,