(১)
প্রগাঢ় চুম্বনের
একটু যত্ন নেওয়া হোক
সেই ভুলিয়ে দেবে
জীবনের যাবতীয় শোক।
   (২)
শুনি জীবনের তরঙ্গধ্বনি
দেখি ভালোবাসার উত্সমুখ
যেই না
তোমার বুকে রাখি আমার মুখ।