গরীব মানুষ--
রোজ ডালভাত খাই
কখনো-সখনো উপোস দিই,
মাঝেমধ্যে একটা কবিতা লিখি অন্তমিলের


অবস্থা বদলায়--
রোজ রোজ মাংসভাত
আর
রোজ রোজ কবিতা অন্তমিল ছাড়াই,
একঘেয়ে লাগে--
একদিন শব্দগুলোকে জড়ধর্ম থেকে মুক্তি দিতেই
দেখি
একটা এলোকেশী কবিতা
পাঠকের হাতে হাত জড়িয়ে হাঁটছে অবলীলায়


বুঝি
ছন্দ-অলঙ্কার-অনুপ্রাস নয়
কবিতা অপরূপা বৈচিত্রময়তায়.........