এক অসুন্দর পুরুষ কিম্বা কূরূপা নারীকে দামি সাজপোষাক ও গয়নায়
সাজালেও দর্শক একবার দেখে মুখ ফিরিয়ে নেবে।
তেমনি সারবস্তুহীন কবিতাকে নানা অলঙ্কারে সাজালে পাঠক পড়বে আর দূরে ঠেলে সরিয়ে দেবে। এইধরণের কবিতাকে 'অকবিতা' বলে।দ্বিতীয় প্রকার কবিতায় সারবস্তু ও সাজপোষাক মোটামুটি তাই পাঠক পড়ে ও তৃপ্ত হয়।এই ধরণকে 'চলনসই' কবিতা বলা যায়।তৃতীয় প্রকারে সাজপোষাক সাদামাটা কিন্তু সারবস্তু লাবণ্যে টলটল। পাঠক পড়ে আর মুগ্ধ হয়।এই ধরণকে কবিতাকে 'অপরূপা' বলে। ঠিক তেমনি চলনসই কবিতা যারা লেখে তারা 'স্থির' কবি।যারা অপরূপা কবিতা লেখে তারা'সুস্থির'কবি।কবিকে 'সুস্থির' কবি হতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই তবে অন্ততপক্ষে 'স্থির' কবি হওয়া বাঞ্ছনীয়।আমি জানি অনেক কবিতার ব্লগে মান নির্ণয় করে কবিতা প্রকাশ করা হয়।
শুধু সুপ্রিয় এডমিনের বদান্যতায় এই আসর একটা মুক্তাঙ্গন।যে কেউ সদস্য হয়েই তার কবিতা প্রকাশ করতে পারেন।
কিন্তু ইদানিং কিছু অস্থিরমতি সদস্য নানা বিতর্কিত প্রকাশনায়
এই আসরের শান্তিভাব নষ্ট করছেন।এরকম চলতে
থাকলে হয়তো আমরা সবাই কড়া নিয়মের জালে আবদ্ধ হবো।তাই আমাদের সব কবির মঙ্গলের জন্যে অস্থিরতা নয় স্থিরতাই কাম্য।