অধুনা আসরে--
গদ্য-কবি ও পদ্য-কবিদের মধ্যে তুমুল লড়াই
পাঠকেরা স্তম্ভিত দেখে কবিদের হামবড়াই,


গদ্য-কবিদের সাম্প্রতিক পায়তারা--
বলছেন
বৈচিত্রময় কবিতা লিখে আসর করবেন মাতোয়ারা,


একথা শুনে
পদ্য-কবি রা রাগে আত্মহারা--
বোঝাচ্ছেন
ছন্দ ছাড়া কবিতা যারা লেখে তারা ছন্নছাড়া,


বিচারক মহামান্য সময়
যথাসময়ে দেবেন রায়
'কৌন জিতা আর কৌন হারা'.........





বিশেষঃ-  কাব্যিক লড়াই সচরাচর নির্দোষ
  মর্যাদার সীমানা ছাড়ালে করতে হবে আপশোস