(৬৫০ তম'র নিবেদন-্হে পাঠক--'প্রথম টুকরো' কবিতা পড়ে রাগান্বিত হলে 'দ্বিতীয় টুকরো' কবিতা পড়ে আনন্দিত হবেন)


(প্রথম টুকরো)
ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর ই ঈশ্বর
পুরুষোত্তম কেবল রাম
হিন্দু মহাসভার স্লোগান--


বোলো 'ইসলাম' কি জয়
বাকি সব যাক গোল্লায়
গোঁসায় লাল মুসলমান--


বেঁচে থাকার সঠিক অভ্যাস
করুণাময় যীশুর শ্রীচরণে বিশ্বাস
খ্রীষ্টান ভাইদের নিরন্তর আশ্বাস--


গাছপালা,ফুল-লতা-পাতা,পশু-পাখি এমনকি
কীটপতঙ্গও অবাক হয়ে ভাবছে,
পৃথিবী জুড়ে নানা ধর্মের কট্টরপন্থীদের ভিড়
মানুষ কই? মানুষ কই?
                    
                       (দ্বিতীয় টুকরো)
সত্যিকথা সাজিয়ে সাজিয়ে
একটা গল্প লিখলাম
বাজারে চললো না--
আর একবার চেষ্টা করলাম
মিথ্যায় ডুবিয়ে ডুবিয়ে
খুব চললো--
আর চলতে চলতে বুঝিয়ে দিলো
যারা যত বড় মিথ্যাবাদী
তারা তত বেশী সফল
এ দুনিয়ায়--
সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে দেখি
পৃথিবীর দেওয়াল জুড়ে লেখা
'মিথ্যা বলা একটা বিরাট আর্ট'......



বিশেষ--দ্বিতীয়টা পুরনো কবিতার পুনর্গঠন