গতানুগতিক কবিতার ধারা থেকে একটু সরে এসে সমকালীন তথা আধুনিক কবিতায়
নতুন আবহে ভিন্ন আঙ্গিকে কাব্যসংযোজন এই সময়ের চাহিদা।পাঠক কেবলমাত্র ছন্দ,অন্তমিল এইসব সাবেকী ধারায় তৃপ্ত নন।তারা চান ব্যতক্রমী আবহ আর নতুনকিছুর ফিউসন। ঠিক এই ভাবনায় লেখা আমার কবিতা-----'কে কে কে কে কে'--
আমার কবিতা'কে কে কে কে কে' তে আমার প্রশ্নের উত্তর হলো --'ট্রান্সজেন্ডার' তথা 'হিজড়া' যারা শরীরে যা মনে তার বিপরীত।আজকাল সার্জারী দ্বারা তারা লিঙ্গ পরিবর্তন করে স্বাভাবিক জীবনযাপন করছেন।এর উল্লেখিত উদাহরণ হোলো ডক্টর মানবী বন্দোপাধ্যায় যিনি এক মহিলা কলেজের প্রিন্সিপাল তাছাড়া সরকারী সংস্থার সঙ্গে যুক্ত। এদের নিয়ে কবিতা সমকালীন জীবনধারার কথা.........
                                           (ক্রমশ...)