মানুষ কখনো বসে,দাঁড়ায়,কখনো হাঁটে
গাছ শুধু দাঁড়িয়ে থাকে পথে-ঘাটে,
মানুষ ভারি জ্ঞানী
গরীব হয়েও 'রাজ'নীতি বোঝে,
তবুও কখনো
নিরপেক্ষ গাছের
দাঁড়িয়ে থাকার মানে খোঁজে--
ভাবে--জীবন গতিময়
মানুষ ও ইতরপ্রাণী
জীবনভর কিছু দেয় কিছু নেয়--
গাছ শুধু বিলোয়
'প্রাণবায়ু' অবলীলায়.........





বিশেষ--আন্তর্জাতিক শ্রমিক দিবসে মানুষ শ্রমিকের
নানা জয়গান তথা কথা--এই কবিতা
নিরপেক্ষ প্রাকৃতিক শ্রমিক কে নিয়ে কিছু  কথা...