নারীর ভরা যৌবন আমাকে আকর্ষণ করে না তেমন
যতটা আকর্ষিত হই আমি নুনজিলির ভরা যৌবনে।
নারীর টোল পড়া হাসিতে যতটা উদ্বেলিত হয় মন
কুমড়ো ফুলের বাঁকানো ডগা তার চেয়েও অনেক বেশি রোমাঞ্চিত করে আমায়!


প্রেমিকার মুক্ত ঝরানো হাসির চেয়েও আজ ভাল লাগে
পলাশের শোভা
প্রেমের চিঠি লেখার চেয়েও আজ সহজ মনে হয়
কষ্টের গদ্য লেখা!
বনলতা চুলের চেয়েও আজ ভাল লাগে আষাঢ়ের মেঘ
মায়াবী চোখের চেয়েও নাগরের স্বচ্ছ জল মন কাড়ে বেশি;


আলতা রাঙানো পা যতটা রঙিন করে মন
রঙধনুর অকৃপণ হাসি তার চেয়েও অনেক বেশি ভাল লাগে!
আধুনিক গানের চেয়েও আজ ভাল লাগে কোকিলের সুর
জামদানির চেয়েও বেশি ভাল লাগে কুয়াশার চাদর
নুপুরের চেয়েও বৃষ্টির রিমঝিম শব্দ ভাল লাগে!


তবে, সবচেয়ে বেশি ভাল লাগে
মৃত্যুর বিনিময়ে অমরত্ব...