যদি একটু ফিরে তাকাস
           ঐ অনেক দূরের আকাশ
বাঁশের আগায় উঠে আমি দিতাম ধরে টান
ভাবটা দেখে সবাই আমায় ভাবত সুপারম্যান;


যদি একটু হাতটা ধরিস
সারিয়াকান্দির মরিচ
বিষের মতো হলেও আমি একশো খাবো গুনে
ও সখী, রাখিস আমায় মনে;


যদি একটু বসিস পাশে
তারা মিটমিট হাসে
তারার ফুলে গেঁথে মালা পরিয়ে দিতাম গলে
আহা! নানান ছুতোর ছলে;


যদি একটু আমায় ছুঁস
সত্যি হতাম বেহুঁশ
হুঁশ ফেরাতে তখন সবাই ডাক্তার করতো খোঁজ
ভাবতে লাগছে ভীষণ জোশ।