চেয়ে দেখো মুক্তিদাত্রী ঐ আসছে উড়ে নিশান
রক্ত নিয়ে অসুরের নগ্ন নৃত্যের হবে অবসান,
দশহস্তে তেজস্বী তলোয়ার হাতে আসছে ছুটে
পাপী আর অশুভ শক্তি যত কাঁপছে ভয়ে লুটে,
বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে যত অত্যাচারী মহিষাসুর
একে একে বিনাশ হবে সব-আসবে নব ভোর।


চেয়ে দেখো চোখ মেলে পৃথিবীর প্রতিটি কোণে কোণে
কি খুশির জোয়ার মহা গৌরীর আগমনী এই ক্ষণে,
মা ব্রহ্মচারিনীর পদতলে পিষ্ট হবে হিংসা ও বিদ্বেষ
মঙ্গলের আবর্তে আবিষ্ট হবে দুখিনি আমার স্বদেশ,
হিন্দু-মুসলিম বিভেদ ভুলে দেবী দূর্গাকে ভালবেসে
এই উৎসব হোক সার্বজনীন পৃথিবীর দেশে দেশে।


এসো তবে মাগো হতভাগা দানা মাঝির বোঝা বইতে
এসো তুমি ধর্ষিতা পূর্ণিমার চোখের জল মুছতে,
মহা সিদ্ধার্থী তুমি এসো নিরন্নের ক্ষুধা কাতর বস্তিতে
ত্রিনয়না তুমি এসো কঠিন খড়্গে অফুরান স্বস্তিতে,
ত্রিশূলে তোমার রক্তাত্ত হোক এই ধরিত্রীর যত পাপ
সৌভাগ্যপ্রসূত হোক প্রতিটি স্পর্শ মুছে যাক অভিশাপ।


১৭/৯/২০১৬