ব্যাকুল হয়ে বসে আছি তুমি আসবে বলে
ছন্দ গানে নাচবে হৃদয় দুঃখ যাব ভুলে,


ভাঙা ঘরে চাঁদের শোভা তোমার মুখের হাসি
যে যাই বলুক ছাই পাতা সব তোমায় ভালোবাসি,


জাত বুঝি না মান বুঝি না তোমায় শুধু চাই
তুচ্ছ লাগে সবকিছু আজ তোমায় যখন পাই,


স্নান করবো গভীর রাতে জোছনা আলোর তলে
আহা! দুষ্টু লোকের সব কথা ধরলে কি আর চলে,


পাশাপাশি বসব দুজন বলব মনের কথা
নদীর জলে ভাসিয়ে দিবো মনের যত ব্যথা,


দুঃসাহসে বলবো শেষে তোমায় ভালোবাসি
বিঘ্ন ব্যাঘাত তুচ্ছ করে তাইতো ছুটে আসি,


ধন চাইনা যশ চাইনা চাই যে তোমার সুখ
এই জীবনে একটি চাওয়া তোমার হাসি মুখ।