বৃষ্টির জলে তুমি মিশে আছো ভেবে
কাকভেজা হয়ে সারারাত খুঁজেছি বৃষ্টির জলে;
সাগরের অতল গহ্বরে তুমি লুকিয়ে আছো ভেবে
একা একা আমি প্রশান্ত সাগর খুঁজেছি তিমির চোখে;
নদীর মোহনায় তুমি খেলা করো ভেবে
সহস্র মাইল কেটেছি সাঁতার কচুরিপানার সাথে;
আকাশের নীলে তুমি মিশে আছো ভেবে
নাটাইয়ের সুতো ছিড়েছি বহুবার তোমাকে ছোঁয়ার স্বপ্নে;
পাহাড়ের চূড়ায় তুমি বসে আছো ভেবে
ভিজিয়ে দিয়েছি পাহাড়ের শরীর মেঘের আলিঙ্গনে।