তোমাকে বলবো বলে সুখের সুনিদ্রা ছেড়ে
গভীর রাতে কোলাহল মুক্ত ছোট্ট দ্বীপে এলাম;
তোমাকে বলবো বলে
প্রশান্ত মহাসাগর ছোট্ট তরীতে পাড়ি দিয়ে,
হৃদয়ের সমস্ত পিছুটান জিহ্বার জড়তা
পদদলিত করে এলাম ।


তোমাকে বলবো বলে
সুনামি’র গর্জন উপেক্ষা করে
সৈকত থেকে ঝিনুক কুড়িয়ে
মালা গেঁথে এনেছি ।
তোমাকে বলবো বলে
গ্রাম্য মঞ্চ পশ্চাতে ফেলে
মোহনার নির্জনতায় বিনিদ্র রাত্রি জেগে
একটি কবিতা লিখে এনেছি ।


তোমাকে বলবো বলে
সীমান্তরক্ষীর তীক্ষ্ম দৃষ্টি ফাকি দিয়ে
কাঁটাবনের ঝোঁপ-তারকাঁটা ও
              সুউচ্চ পাহাড় পেরিয়ে এলাম ।


তোমাকে বলবো বলে
অনন্তকাল প্রতিক্ষার পরে নব সূর্যোদয়ে
              তোমার কাছে এসেছি;
শুধু একটি কথা তোমাকে বলবো বলে ।