কণ্ঠ আমার শব্দ খুঁজে পাবে
    যদি তুমি একটু চেয়ে হাসো,
ক্ষুব্ধ চোখের দৃষ্টি তুচ্ছ করে
    এই আমাকে একটু ভালোবাসাে;


অলীক আশার সম্মোহনী সুখে
    খুশির পালে হৃদয় আমার দোলে
কল্পনাতে মাতিয়ে রাখো যখন
অজ্ঞাত ভয় শিকে রাখি তুলে;


প্রতিদিনই ভাবছি এমন কত!
    নিখাদ প্রেমের গল্প বুকের ভেতর,
চাতক আমি তোমার যাবার পথে
    অধীর হয়ে খুঁজি স্মৃতির আতর।