সব ট্রেন চলে গেছে সেই কবেই
কেউ নেই এই ইস্টিশনে আর, দু'একটি রাতজাগা পাখি
আর ব্যথার নদীরা জেগে আছে পাকুড়ের ডালে,
ঈর্ষাহীন পরিশ্রান্ত পাথরগুলো জড়াজড়ি করে ঘুমাচ্ছে
                   রক্তের সাথে আপত্তিহীন।


আকাশে আজ উত্সব লেগেছে বনের মতোন
জোনাকিরা তারা হয়ে জ্বলছে সেখানে
দ্বিধাগ্রস্ত আমি সেই কবে থেকে বসে আছি!
                   একা...


আমার কী কোথাও যাবার কথা ছিল?
নাকি কেউ আসবে পরের ট্রেনে?
কিচ্ছু মনে পরেনা এখন!
শুধু মাঝে মাঝে স্মৃতির ধুলোমাখা রেলপথে
                   কুৎসিত রক্তমাখা ট্রেন ছুটে আসে,
লাশের গন্ধে ছুটে আসে একঝাঁক রক্তচোষা শকুন।।