সূর্য আমি;
আমি নই অন্ধকারের ঐ বাঁকা চাঁদ
যা রাত্রির অভিশাপ
কলঙ্কের মতো নিবু নিবু  জ্বলে;
সৃষ্টি দিয়েছে তারে মুঠোভরা কৃপণতা
দেয়নিকো আলো আমার মতো,
              তবু এতো বন্দনা কেন তার ?


জোনাকির কৃপন ঐ আলো আমি নই,
যা প্রত্যাশিত আধখাওয়া আলোকে আরও
দূরে ঠেলে দেয়। সুশৃঙ্খল আমি,
                           আমি সুন্দর।
নিস্প্রান সুন্দর হেসে হয়ত আমি
জয় ছিনিয়ে আনতে পারিনি
সে জন্যই কি তুমি বলেছিলে ? আমি কাপুরুষ....


সৃষ্টির শ্রেষ্ঠত্ব যদি না থাকে
তবে বেঁচে থেকে কি লাভ !


সৃষ্টির কাছে এ আমার জিজ্ঞাসা ।