স্বপ্ন হয়েও তো একবার ফিরে আসতে পারো
স্বপ্ন হয়েও তো একবার ভেজাতে পারো এই দুটি চোখ
স্বপ্নে এসেও তো একবার পূরণ করতে পারো
                               এই স্বপ্নবাজের অপূর্ণ স্বপ্নগুলো…


কেন জানি স্বপ্নের সীমান্তে আজ অবরোধ লেগে আছে
স্বপ্নের রাজ্যে আজ সান্ধ্য আইন জারি,
তাই আর স্বপ্ন দেখে না এই নিষ্প্রভ দুটি আঁখি
          স্বপ্ন দেখে না এই স্বপ্নপ্রিয় মানুষ!


প্রতীক্ষিত স্বপ্নের ছোঁয়া কী তবে অধরাই থেকে যাবে চিরদিন?
স্বপ্নের সাথে স্বপ্নবাজের মিলন কী আর হবেনা কোনো কালে?


সবকিছুরই অবসান হয় শুধু স্বপ্নিল প্রতিক্ষারা ঘুমায় হিমঘরে
প্রতিক্ষার অবসান বুঝি মৃত্যু অবধি প্রতীক্ষায়...


১৩/৭/২০১৬
শেখ সাদ এয়ারপোর্ট
কুয়েত