কুয়াশার চাদর গায়ে তুমি মৃত দুর্বার বিছানায়_
এতটুকু স্পর্শেই মিলিয়ে গেলে লজ্জায় গভীর!
এই রুক্ষ বালুকণা সবে ব্যাকুল
তোমার শীতল বিসর্জনে
      একবার ভেজাতে চরণ।


চেয়ে দেখ এইবার
     আঁখি ছলছল নতুন দুয়ার
চেয়ে দেখ বহুপথ ভেসে আসা ক্লান্ত শিশির,
প্রভাতফেরীর সবটুকু আলো পায়ে দলে
তোমাকেই পূজ্যজ্ঞান ভেবে
                     উৎসবে তৃণরাজ।