হৃদয় কোনে মেঘ জমেছে আজ
এক্ষুনি ঝুম বৃষ্টি নামবে তাতে,
চোখের পাতায় অশ্রুর জলছবি
ব্যথায় কাতর বিষণ্ণ প্রভাতে।


বেদনার ঢেউ উছলে পরা নদী
হৃদয় মাঝে সিডরের ঝড় বয়,
দু:খ আমার কেউ বোঝেনা কভু
দু:খগুলো আমাতেই ঘিরে রয়।


স্বভাব সুলভ হাসিমুখ চিরদিনি
আড়ালে তার দীর্ঘ ধ্বসের ক্ষত,
কষ্টগুলো অন্ধকারের ফ্রেমে
লুকিয়ে রাখে বেদনার নীল যত।


কবিতা আমার জীর্ণ নিজের ছায়া
পঙতিগুলো বুকের রক্তক্ষরণ,
মধ্যরাতের অসীম শূন্যতাকে
সাক্ষী রেখে লিখলাম দু' চরণ।



২৩/৪/২০১৭