মোয়াজ্জেম তখনো ঘুম থেকে ওঠেনি-শহরটাও ঘুমাচ্ছে বেঘোর
কিছু রাতজাগা পাখিরা ঘুমের আয়োজন করছে তখন,
ঠিক সে সময়ই এই পৃথিবীর অবহেলিত কিছু মানুষ
                    বস্তা হাতে বেড়িয়ে পড়ে দুঃখকে জয়ের আশায়...


দূর পরবাসে আনন্দ বলতে-বহুদূরে ফেলে আসা কিছু ঝাপসা স্মৃতি,
যেখানে মলিন মুখে বসে আছে অনাহারী কয়েকটি মুখ
মলিন মুখে বসে আছে ঘরের খুটি-নিজের রক্তেরা...।
সারাদিন তাই ঘামে ভিজে-রোদে পুড়ে-নিজেকে বিকিয়ে
পিচঢালা রাজপথে কিংবা অলিতে গলিতে খুঁজে খুঁজে
                     দু’হাত ভরে কুড়াই তারা রক্তিম রেমিটেন্স।


২২/৭/২০১৬