ভোরের আলোরা জানালা ছুঁতেই প্রতিদিন মরে যাই
শীর্ণ বসনে মুখটি ঢেকে কি যেন লুকাতে চাই,
দিনের আলোয় আজন্ম লাজ সাধনার সৃষ্টিতে
এরচেয়ে ভালো শৌর্যের মরণ রাত্রির বৃষ্টিতে।
গভীর রাতে জেগে থাকি যখন কে যেন দেয় ধোঁকা
বিদ্রূপ করে তাড়িয়ে বলে-কেন রাতজেগে থাকো বোকা!,
তারচেয়ে চলো ঘুমের রাজ্যে সাজাবে সুখের ঘর
খ্যাতি আর যশে পরিপূর্ণ সেথা কেউ হবে না পর।
সংযত আমি সব প্রলোভন মাটিতে দিলাম ফেলে
প্রেতাত্মা ভেবে পাশে রাখা মোর কুপিটা দিলাম জ্বেলে;
ভাবি, হয়ত পেঁচারা অদম্য উচ্ছ্বাসে একদিন ছড়াবে দ্যুতি
শবদেহ মোর নিলামে উঠাতে রাত জেগে তাই ছুটি।


১৪/৭/২০১৭, ০৩.০০ এএম