প্রান্তর ভেসে যায় জোছনা আলোয়, ক্লান্ত তারারা
দিচ্ছে আকাশে ঘুম; মৃদুছুঁয়ে পূর্ণিমা কপালেতে দিলে চুম।
রাতের হাওয়ারা ছিল বড্ড লাজুক, একাকীত্বে সজাগ
নৈশব্দের চেতনারা; নির্ভয় দিয়ে সবে করেছিল ইশারা_
নির্জনতা জেগে ছিল সাথে ব্যাকুলতা, অসুস্থ রক্ত চক্ষুর
দিন বুঝি শেষ; জোনাকিরা নেচে গায় বেশ বেশ বেশ।