কর্মহীন এক মানুষ আমি নেই তো হাতে কাজ
স্বঘোষিত নিজের ডেরা'য় নিজেই মহাধিরাজ।
যাচ্ছে তবু মন্দ না দিন অলস শুয়ে ঘরে
কল্পনাতে প্রেমকাব্যের তাজমহলটা গড়ে।


আছে একটা চাকরি বটে তোমায় শুধু ভাবা
তৃপ্ত মনে হৃদয় কোণে 
    তুমি_ধ্যানমগ্ন কাবা।।
তাইতো তোমায় একলা বসে ভাবি প্রতিক্ষণে
ভীষণ অলস দুপুর কিংবা সন্ধ্যার নির্জনে।


থাকো যতই বিস্তৃত ব্যবধানে
        কিংবা আলোকবর্ষ দূরে_
চোখ বুজলেই ঘর ভাসে মোর
        সুমিষ্ট কর্পূরে।


(কর্পূর)