হেড স্যার ছিলেন ভীষণ কড়া পন্ডে তাঁহার নাম
টাক্ মাথা তাঁর বিশাল বড় খেতেন জদ্দা-পান,
দেখতে তিনি ছোট-খাটো পেটটা পাহাড়-টিলা
ধুতি পড়ে স্কুলে আসেন পাঞ্জাবীটা ঢিলা,
এক চোখ তাঁহার তেরা ছিল ডান কিংবা বাম
টাক মাথা তার চিক্ চিক্ করে মুছেন শুধু ঘাম,
স্কুলে আসেন চার-পাঁচটি পান্টি হাতে নিয়ে
বাঁশের কঞ্চি কেটে আনেন বাশঁ বাগানে গিয়ে,
ক্লাসে এসেই টেবিলের উপর দু’পা তুলে বসে
কে কে আজ স্কুলে আসেনি তারই হিসেব কষে,
হাতের পান্টি হঠাৎ করেই টেবিলে মারেন বারি
বুকটা কাপে দুরু দুরু শুকিয়ে যায় নাড়ি,
তাঁকে দেখলেই মুখস্ত পড়াও সবাই যেতাম ভুলে
বেত ভাঙতেন পিঠের উপর খামছা দিতেন চুলে;


স্যারটি আমার গত হয়েছেন গত পরশু দিন
শেষকৃত্যে তাঁর থাকতে পারিনি দুঃখ সীমাহীন,
হাজার মাইল দূরে বসে ভাবছি স্যারের কথা
বুকের ভেতর উঠছে জেগে বাবা হারানোর ব্যাথা,
সংসারে ছিলো করুন অভাব নয়টি ছেলে মেয়ে
হাত পাতেন নি কারো কাছেই থেকেছেন না খেয়ে,
সারা জীবন পাননি কিছুই করেছেন বিদ্যা দান
স্যারকে আমার স্বর্গে রেখো-প্রার্থনা ভগবান।