কবিতা চোরদের কবিতা চুরি করে নিজের নামে প্রকাশের ব্যাপারে প্রায়ই আলোচনা হচ্ছে। হয়ত যেদিন থেকে পৃথিবীতে কোন কবি কবিতা লেখা শুরু করেছেন, সেদিন থেকেই কবিতা চোররাও সক্রিয় রয়েছে কবিতা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়ার জন্য। সে যাই হোক, আজকে আলোচনাকে আমি নিম্নোক্ত ৩টি অংশে ভাগ করে আলোচনা করবোঃ


**প্রথম অংশ – আমার চুরি যাওয়া ০৭টি কবিতা প্রসঙ্গে।
**দ্বিতীয় অংশ- অন্যান্য কবিদের চুরি যাওয়া ১১টি কবিতার তালিকা।
**তৃতীয় অংশ- কবিতা চুরি প্রতিরোধে আসরের কবিদের করণীয়।


(প্রথম অংশ-আমার চুরি যাওয়া ০৭টি কবিতা)
গত ২২ জুলাই ২০১৬ তারিখের আলোচনা সভায় কবি ফয়েজ উল্লাহ রবি কর্তৃক আলোচিত ‘ফের কবিতা চোর সক্রিয়’ লেখাটি পড়ার পর আমার ৫০-৬০টি কবিতা গোগল ও ফেসবুক সার্চ দিয়ে নিম্নবর্ণিত ০৭টি কবিতা বিভিন্ন ব্যক্তির নাম প্রকাশিত হয়েছে দেখতে পাইঃ


@১@ কবিতার নামঃ কোনদিন জাগবোনা আর (খান লোকনাথী)
কবিতার আসরে প্রকাশের তারিখঃ ০৯ জুলাই ২০১৩
চুরি করা ব্যক্তির প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর ২০১৫
চুরি করা ব্যক্তির নামঃ Souvik Pal
মূল কবিতার লিংকঃ http://www.bangla-kobita.com/2204237/poem20130709024203/
কবিতা চোরের ফেসবুক আইডিঃ https://www.facebook.com/souvik.pal.1654?fref=nf


@২@ কবিতার নামঃ শুধু তোমার জন্য (খান লোকনাথী)
কবিতার আসরে প্রকাশের তারিখঃ ০৩ জুলাই ২০১৩
চুরি করা ব্যক্তির প্রকাশের তারিখঃ ১৫ জুলাই ২০১৩
চুরি করা ব্যক্তির ফেসবুক নামঃ ভালবাসার লাল গোলাপ
মূল কবিতার লিংকঃ http://www.bangla-kobita.com/2204237/poem20130703022047/
কবিতা চোরের ফেসবুক আইডিঃ https://www.facebook.com/permalink.php?story_fbid=382832151858394&id=268169589991318&substory_index=0


@৩@ কবিতার নামঃ টুকরো প্রেমের পদ্য-৬ (খান লোকনাথী)
কবিতার আসরে প্রকাশের তারিখঃ ২৯ জুন ২০১৬
চুরি করা ব্যক্তির প্রকাশের তারিখঃ ২৯ জুন ২০১৬ (১৯.১৮)
চুরি করা ব্যক্তির ফেসবুক নামঃ ধবল মেঘের রোদ্দুর
মূল কবিতার লিংকঃ http://www.bangla-kobita.com/2204237/post20160629035552/
কবিতা চোরের ফেসবুক আইডিঃ https://www.facebook.com/bristi.laboni?fref=nf


@৪@ কবিতার নামঃ টুকরো প্রেমের পদ্য-৫ (খান লোকনাথী)
কবিতার আসরে প্রকাশের তারিখঃ ১৫ জুন ২০১৬
চুরি করা ব্যক্তির প্রকাশের তারিখঃ ২২ জুন ২০১৬
চুরি করা ব্যক্তির ফেসবুক নামঃ কেরামত পাগল
মূল কবিতার লিংকঃ http://www.bangla-kobita.com/2204237/post20160615111558/
কবিতা চোরের ফেসবুক আইডিঃ https://www.facebook.com/profile.php?id=100009327279560&fref=nf


@৫@ কবিতার নামঃ আমি এই শহরের কেউ না (খান লোকনাথী)
কবিতার আসরে প্রকাশের তারিখঃ ২৫ মে ২০১৬
চুরি করা ব্যক্তির প্রকাশের তারিখঃ ০৮ জুন ২০১৬
চুরি করা ব্যক্তির ফেসবুক নামঃ Oporichito Aponjon
মূল কবিতার লিংকঃ http://www.bangla-kobita.com/2204237/post20160525082935/
কবিতা চোরের ফেসবুক আইডিঃ https://www.facebook.com/profile.php?id=100009230577084&fref=nf


@৬@ কবিতার নামঃ বউ আমার রাগ করেছে (খান লোকনাথী)
কবিতার আসরে প্রকাশের তারিখঃ ০৩ জুন ২০১৬
চুরি করা ব্যক্তির প্রকাশের তারিখঃ ০৪ জুন ২০১৬
চুরি করা ব্যক্তির ফেসবুক নামঃ  Ahmyed Sayed
মূল কবিতার লিংকঃ http://www.bangla-kobita.com/2204237/post20160603100330/
কবিতা চোরের ফেসবুক আইডিঃ https://www.facebook.com/profile.php?id=100009647257235&fref=nf


@৭@ কবিতার নামঃ হারানো ভালবাসা (খান লোকনাথী)
কবিতার আসরে প্রকাশের তারিখঃ ০৫ জুন ২০১৬
চুরি করা ব্যক্তির প্রকাশের তারিখঃ ০৬ জুন ২০১৬
চুরি করা ব্যক্তির ফেসবুক নামঃ অজানা পথের পথিক
ফেসবুক আইডিঃ https://www.facebook.com/nahid.babu.79?fref=nf


(দ্বিতীয় অংশ- অন্যান্য কবিদের চুরি যাওয়া ১১টি কবিতার তালিকা)
কবিতা চোররা শুধু আমার মতো একজন অ-কবির কবিতা চুরি করেছে নাকি আসরের অন্যান্য কবিদের কবিতাও চুরি হচ্ছে তা জানার জন্য ৬/৭জন কবির কয়েকটি কবিতা গোগল ও ফেসবুক সার্চ দিলে নিম্নেবর্ণিত কবিগনের নামের পাশে উল্লেখিত কবিতাগুলোও বিভিন্ন নামে-বেনামে প্রকাশিত হয়েছে বলে পরিলক্ষিত হয়ঃ


//একলা নীল পাখি (কবির নামঃ তানজিলা ইয়াসমিন)
//ফিরে এসো অরিন্দম (কবির নামঃ সুনন্দিতা গুপ্ত)
//আমি তুমি কবিতা ও বেশ্যা (কবির নামঃ মাসুম)
//মোল্লাদের জট (কবির নামঃ বদরুজ্জামান)
//এসো গাছ লাগাই (কবির নামঃ অজিত কুমার কর)
//কেমন আছ পাগলী তুমি (কবির নামঃ মিতা চ্যাটার্জি)
//তোমার সান্নিধ্যে (কবির নামঃ মিতা চ্যাটার্জি)
//একাত্বে দুজনাই (কবির নামঃ মিতা চ্যাটার্জি)
//ফিরে দেখা একাকিত্বে (কবির নামঃ মিতা চ্যাটার্জি)
//অনুরাগের তুলি (কবির নামঃ মিতা চ্যাটার্জি)
//একদিন জানলাম ভুল ছিল (কবির নামঃ প্রনব কুসুম দত্ত)


আপনাদের কবিতাগুলোও সার্চ করে দেখুন, আমি নিশ্চিত চুরি হওয়া বহু কবিতা দেখতে পাবেন। আমি মাত্র ১ ঘন্টায় এতোগুলো কবিতা চুরির ব্যাপারে জানতে পেরেছি। আর একটা জিনিস লক্ষ্য করেছি, কবিতা চোররা সহজ সরল ভাষায় লেখা প্রেমের কবিতাগুলোকেই বেশি পছন্দ করে এবং সেগুলোই বেশি চুরি হয়।


(তৃতীয় অংশ- কবিতা চুরি প্রতিরোধে আসরের কবিদের করণীয়)
১। আপনার কবিতা চুরি হয়েছে কিনা তা নিশ্চিত হোন। তারপর ‘কবিতা চোর’ নামে বাংলা কবিতা ডট কমের একটি ফেসবুক পেজ আছে (লিংকঃ https://www.facebook.com/banglakobitachor/) । এই ফেসবুক পেজের টাইম লাইনে আপনার চুরি যাওয়া কবিতার (চুরি করা ব্যক্তির তথ্যসহ) বিস্তারিত জানান। চোরদের লজ্জা-শরম যদি একটুও থাকে তাহলে চোরের তালিকায় নিজের নাম দেখে ভবিষ্যতে চুরি করতে কিছুটা দ্বিধা করবে। আর উক্ত পেজে লাইক দিয়ে সবসময় একটিভ থাকুন।


২। ফেসবুকে চোরদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। রিকুয়েস্ট এক্সসেপ্ট হলে চোরের চৌদ্দ গুষ্টি উদ্ধার করে (চুরির বিষয়টি উল্লেখ করে) পোষ্ট দিন। তাহলে চোরের ফেসবুক বন্ধুরা জানতে পারবে যে, এগুলো চুরি করা কবিতা ও সেই কবি একজন চোর।
৩। কবিতা চোরদের ফেসবুকে ম্যাসেজ পাঠান ‘তুই কবিতা চোর’ বা আরও বিদ্রুপ ভাষা ব্যবহার করতে পারেন।