অমাবস্যার চেয়েও অনেক বেশি অন্ধকারে আছি বসে
পৃথিবীর সব নদীতে আজ উজানের স্রোত, নক্ষত্ররা পড়ছে খসে।
হয়তবা এই অন্ধকার হাজার রাত্রির মতোন
নদীর মতো স্যাঁতসেঁতে কাফন দেহে উঠেছে দেখি কান্নার মাতম।
আমি কে? আমি কোথায়? আমি কী মরে গেছি? এসব আজ অর্থহীন
সারি সারি কঙ্কালের মিছিলে আমিও একজন বিষের ব্যথা সীমাহীন।
ভ্যাপসা শীতল স্মৃতি আর শূন্য ভিক্ষাপাত্র হাতে দাঁড়িয়ে দেখি
কঠিন বাস্তবতা এখনই শুরু অতীতের সবকিছু মেকি।