এখন আমার কথা শুনলেই তোমার ঘেন্না লাগে;
আমাকে দেখলেই তোমার সকাল- দুপুর-স্নান
                                      নষ্ট হয়ে যায়!
অপবিত্র হয়ে যাও তুমি, তোমার শরীর!


তবু কষ্ট পাই না আমি; জানি এটাই স্বাভাবিক...
আতরের বোতল ঐশ্বর্য খুইয়েছে কবেই
ডাস্টবিনের তুচ্ছ কীট বাসা বেঁধেছে তাতে!
আমার ছায়াও মাড়িওনা  
পারোতো দরজা বন্ধ করে থাকো।