আজ সারারাত ঘুমাবনা আমি রাত্রির রাখাল হয়ে
জোছনার মায়াবী নীলে ভষ্ম হবো কালিগঙ্গার পাড়ে!


আজ কোনো বিষণ্ণতা ঘেঁষবেনা কাছে
                       না পাওয়ার যত ব্যথা
গর্ভাশয় আজ উগলে দিবে কুৎসিত হিংসা আর বমি;
আজ পবিত্র হবো,
আজ পবিত্র হবো পূর্ণিমার কাদা মেখে গায়!


থাকনা পেছনে পরে দুর্গন্ধময় সব স্মৃতি,
                            অশ্লীল যাত্রাপালা
থাকনা পেছনে পরে সীমাহীন সহিংস রাজপথ,
                            ক্লান্ত কুরুক্ষেত্র...
তবু সম্মুখে দেখি অপার সম্ভাবনা;
সম্মুখে আজ দিগন্ত বিস্তৃত নদী, বিপ্লবী চেতনা ডাকে।


স্বাদহীন গন্ধহীন এ কোন পবিত্রতায় আজ ভরেছে দু'চোখ?
এ কোন অদৃশ্য চেতনায় সঁপে দিচ্ছি নিজেকে আমি?
অবাক লাগে!