এই পরিত্যক্ত  আকাশ আর কোন দিন যোগ্য হবে না
                                 কারো ভালোবাসা পাওয়ার,
অনুদ্বেল হৃদয় তাই ছুঁয়েছে বিষাদে,
খরস্রোতা নদীর ঢেউয়ে আজ অঘোষিত হরতাল!


তবু কেন অশ্রাব্য মেঘ বারবার ধেয়ে আসে
দানবের মতো
             সীমাহীন!
অবিরত শিলাবৃষ্টিতে জড়থর নেশার বোতল...
প্রতিহিংসার খরতাপে পুড়ে নিঃশেষ
আমার সজনে বাগান
                  নদীর স্রোত...


তবুও, এই নদীতে যদি কোন দিন জোয়ার দেখো
জেনে রেখো তার কিছুটা আমার অশ্রুপ্লাবিত
আর কিছুটা এ বুকের রক্তক্ষরণ!