তোরা কে কে খাবু ভূলকাভাত কে কে খাবু ক'
যারা যারা খাতি চাস্ হামার সাথে চ';
এক পোয়া চাউল আনিশ্ আর দুডা কর‍্যা আলু
খ্যাড়ার পাড়ত্ বানামু চুলা একটু খুড়া বালু;
মালির ভিটাত্ অনেক আছে পেয়াজ রসুন মরিচ
চুপ কর‍্যা তুলা আনিশ্ সাবধানে চলিস;
বড় একটা হাড়ি আনিশ্ বাড়িত থ্যাকা হরি
আসার সময় কুড়া আনিশ্ বোঝা দুয়েক খড়ি;
সন্ধ্যা হবার সাথে সাথে সগ্লি চল্যা আসিস্
কিছু যান্ বাদ পরেনা সেডা মনে রাখিস্;
রান্দা শেষে সগ্লি মিল্যা পাতা ক্যাটপার যামু
মাটিত বস্যা যিঙ্কাই হোক সিঙ্কাই হামরা খামু।



(বগুড়ার আঞ্চলিক ভাষায় লেখা)