হয়তো সেদিনো এমনি করেই পাখি ডাকবে ভোরে
হয়তো সেদিনো নদী ছুটে চলবে তার
                     আপন ঠিকানার খোঁজে,
তবুও সেদিন ঘুম থেকে জাগবো না আমি
ঘুমের ধ্যাণে মগ্ন রবো অতৃপ্ত মনে
                      বিষাদের বিছানায়!

হয়তো সেদিনো মোহনায় বসে রাখাল বাজাবে
                   মূর্চ্ছনা ভাঙানোর বাঁশি
কিংবা গভীর রাতে আকাশ উঠবে হেসে
অথৈ জ্যোৎস্নার মন্ত্রমুগ্ধ আহ্বানে,
তবুও সেদিন ফুল শয্যার কারাগার ভেঙে
কারো আহ্বানে আমি আসবো না আর ফিরে।

ব্যতিক্রম শুধু;
যদি কখনো অলক্ষ্যে তোমার ভুল ভাঙে
যদি কখনো নিজের অজান্তে একবার বলো-
                     ‘তোমাকে ভালোবাসি’__
তবে সেদিন নিঃশর্ত সীমাহীন সুখে
ক্ষণিকের তরে ঘুম থেকে জাগবো আবার;
মিনতি করে বলবো তোমায়,
আর শুধু একটিবার বলো সাথী
যে কথাটি বললে কিছুক্ষণ আগে....!

তারপর, সীমাহীন পূর্ণতায় আবারো ঘুমিয়ে যাবো
কাঁটার বিছানাকে ফুল শয্যা ভেবে,
স্বর্গের প্রলোভনেও আর কখনো ঘুম থেকে জাগবো না আমি
অনন্তের কারাগারে তৃপ্ত মনে অনন্তকাল ঘুমিয়ে রবো।