হে বন্ধু…
নিঃস্ব যে আমি,
বেশি কিছু দেবার তো নেই,
তবু একফোঁটা চোখের জল দিয়ে গেলাম
                 তোমার জীবনের অপেক্ষাতে;
জানি এই একফোঁটা অশ্রু শীতল করতে পারবে না
                   রোদে পোড়া ঐ মরুর দেহ
নেভাতে পারবে না দেড়যুগ ধরে জ্বলা তুষের আগুন;
তবুও শ্মশানে পোড়া ঐ ছাইয়ের শরীরে
একটু পরশ বুলিয়ে দিতে এসেছি আমি দীর্ঘ পথ পায়ে হেঁটে!


হে বন্ধু,
যে কবিতা আসবে ভেবে মৃত নগরীর পিচ ঢালা রাস্তায়
                      বিছিয়ে রেখেছো তুমি অনন্ত ঘৃণা
হয়ত সে আর আসবে না কোনদিন তোমার কুঁড়েঘরে,
তবুও নির্যাতনের ক্ষত হৃদয়ে গেঁথে গেঁথে
আলস্য বসে থেকো না তুমি কারো অপেক্ষাতে,
বরং নিজেই কবিতা হয়ে মহাকালের শূন্যতায় পাঠিয়ে দাও
                                           অনন্ত বার্তা....।
তরঙ্গে তরঙ্গে ভেসে ভেসে সে বার্তা একদিন ঠিকই পৌঁছে যাবে
অত্যাচারি পাপী জনকের আত্মায়!


মনে রেখো,
তোমার হেরে যাওয়া মানে সত্যের হেরে যাওয়া,
তোমার হেরে যাওয়া মানে ঈশ্বরের হেরে যাওয়া।


২৭/৮/২০১৬