রমজান মাসে সংযম করোনি
করেছো অপচয়-বিলাসিতা,
তোমার বাড়ীর পাশেই ঘুমায়
কত শিশু খেয়ে শাক পাতা;


কুড়ি হাজারে শাড়ি
পাঁচ হাজারে প্রসাধন,
কিনে আনো শহর ঘুরে
বুঝোনা দুখির মন;


সাত হাজারে কেনো স্যান্ডেল
বাসাতেও আছে দশ-বারো,
কালো চশমায় অন্ধ হৃদয়
বুঝোনা দুঃখ কারো


তোমাদের লাগে এতো ভুরি ভুরি
কিনে আনো মনের সুখ,
বুয়ার জন্য এনেছো-কী কিছু
নাকি ভুলে গেছো তার মুখ;


কোরমা-পোলাও খাও পেট ভরে
ঈদের সকালে হেসে,
পান্তা ভাতেও ঈদ হয়ে যাাবে
কিছুতেই থাকবে না বসে।