ভাষাহীন মুখে কতো অব্যক্ত কথা
দৃষ্টিহীন আঁখি জুড়ে ফাটল স্বপ্ন,
অতীত বঞ্চনার স্বচ্ছ কাঁচের ফ্রেমে
অনার্য হাজারো ব্যথা-তন্দ্রাঘোরে মগ্ন।


অভিপ্রায় যতসব মনের বন্দিশালায়
নিদ্রিত যাতনায় বিনিদ্র রাত্রি হায়!
হলুদ লাভার মতো নীল দু:খালয়ে
সময় যাচ্ছে কেটে ভীষণ অস্থিরতায়।


তবু ভোর হয় পার্থিব কিঞ্চিৎ আশায়
বিভোর খণ্ডিত মরীচিকা যদি আসে কভু_
খুব কি চাওয়া এই ছোট্ট বায়নায় বলো
অদৃষ্টে ভৎসনা ছাড়া কী রেখেছ প্রভু?