বিবস্ত্র আলেয়ার দ্যুতি নিভে গেছে সেদিনের ব্যর্থ মিছিলে
বিকলাঙ্গ বুড়িগঙ্গার চোখ দেখেছে সব বিস্ময় হাহাকারে_


বিভেদ আর দূষণের সিংহাসনে বসে আছে কামুক পিশাচ
দিব্যি খেয়ালে স্বর্গের মাটিতে বুনে যাচ্ছে রক্তের বীজ।


তবুও, আশায় জেগে থাকি সারারাত
চাপা দিয়ে রাখি বুকের দেয়ালে গুমরে কাঁদা আঁধারের বিন্যাস,
সযতনে সাজিয়ে রাখি গত হওয়া সুখ-স্মৃতির কোলাজ।


জানি, একদিন বিহঙ্গের কারাগার ভেঙে
    কেউ এসে খুলে দিবে ডানার শেকল
পতাকার ফুল হাতে অভিবাদন জানাবে অনন্তের ইতিহাস।