অন্ধকার ঢেকে রাখে ভোরের দুয়ার
রাতের অনুবাদে কে তুমি খোঁজো মুক্তির পথ?


ক্ষুদ্র জীবনের আধেক গিলেছে তোমার রাক্ষুসে সময়!
মদ্যপ ঘোরে ওঁতপাতা শিহরিত সুরের মূর্ছনায়
                     অসাড় করে রেখেছে শতাব্দী ধরে;


হে তারুণ্য,
অবেলার ঘুম ভেঙে এখন যুদ্ধে যাবার সময়।
জেগে ওঠো অবচেতনের আড়মোড় ভেঙে, তাকিয়ে দেখো-
চোখের কার্নিশে সশস্ত্র প্রহরায় জেগে আছে অনুবাদ_


অছোঁয়া সূর্যকে হাতের মুঠোয়
ছিনিয়ে আনার সরল অংকের সমাধান
     তোমার বিবেকের প্রতিচ্ছবিতে আঁকা।