পাছে লোকে কত কথা বলে যায় রোজ
ভেবো না তা কানাকড়ি নিও-না তো খোঁজ,
দেখ তুমি তাকিয়ে সামনে কী আছে
হোক না তা বহুদূর কিবা অতি কাছে।


ভালো কাজে চিরদিন পিছু বাঁধা আসে
কিছু লোক আড়ালেতে মুখ টিপে হাসে,
সব বাঁধা ভেঙে যারা মন দেয় কাজে
স্মরণীয় হয় তারা পৃথিবীর মাঝে।


লোকলজ্জার ভয় পেয়ে বসে যাকে
চিরতরে হারায় সে আঁধারের বাঁকে,
ঘরকোণে বসে বসে নিজে হয় ক্ষয়
জীবনে পায়না দেখা কোনদিন জয়।


নিন্দা আর কুৎসা রটায় যারা
কারো ভালবাসা কভু পায়না তারা,
আজ থেকে প্রতিজ্ঞা পাছে কথা নয়
হৃদয়ে জাগুক আজ নব বোধোদয়।


২৮/৭/২০১৭