তারপর থেকে কেউ আর বলেনি ভালোবাসি
তারপর থেকে কেউ আর বলেনি তোমাকে চাই_


ছোঁয়ার অসাধ্য দূরের নক্ষত্রে তোমার বাস
আমি যাযাবর পৃথিবী হয়ে তোমার চারপাশে শুধু ঘুরি, আর
মন্ত্রমুগ্ধের মতো দেখি- তোমার স্পর্শে অন্ধকার পৃথিবী কিভাবে চুকিয়ে দেয় আঁধারের পাঠ!
তোমার স্পর্শে নির্জীব চেতনা কিভাবে জেগে ওঠে অফুরন্ত উল্লাসে_


বহুদিন হলো কারো ভালোবাসার ডাকে ভাঙেনি আমার ঘুম
বহুদিন হলো টোকা দিয়ে কেউ ডাকেনি ওপাশ থেকে,
ঘুণে ধরা জীর্ণ দরজার খিলে হাত রেখে কেটে যায় প্রহর আমার
যদি কেউ কখনো এসে কড়া নাড়ে তাতে
এ দুয়ার সঙ্গে সঙ্গে খুলে যাবে_