নামহীনা, কোথায় যেন দেখেছি তোমায়
                   হয়তো সন্ধ্যা রাতে
অথবা পার্কের বেঞ্চিতে-ছায়ায়, কিংবা শ্যাওলা ধরা পুকুর ঘাটে;
খোপায় জড়ানো বেলিফুলের মালায়
অপরুপা ছিলে তুমি
সদ্য ফোটা লাল গোলাপ হাতে।


নামহীনা, কোথায় যেন দেখেছি তোমায়
                                    হয়তো দুবলার চরে,
নাকি তোমায় দেখেছি আমি
                             মেঘ রাজ্যের ভীড়ে ?
কেন জানি খুব পরিচিত লাগে তোমার নাক-চোখ-মুখ;
তোমার আবছা চুলের বেণী, হাতের বালা,
অস্পষ্ট হাসি ভেবে ভেবে হৃদয়ে অনুভব করি সুখ।


নামহীনা, সত্যি কোথাও কী তোমায় দেখেছি আমি ?
কিচ্ছু মনে পড়েনা এখন, তবু ভাল লাগে ভাবতে তোমায়
ভালো লাগে ভেবে তুমি এসেছো ফিরে, খুঁজছো আমায়।
তাইতো বারবার আমি ফিরে আসি এই পুকুর ঘাটে-পার্কের ছায়ায়
বারবার আমি ফিরে আসি সেই অস্পষ্ট হাসি
                                    হৃদয়ের গভীরে গেঁথে নিতে,
ফিরে আসি গোলাপের নেশায়-চাতকের মতোন
                                             চিবুকের স্পর্শ পেতে।


নামহীনা, দিব্যি করে বলো-কোথাও কী তোমায় দেখেছি আমি ?
নাকি সব স্বপ্নে দেখা ভুল আমার ?
যদি তাই হয় সেই ভুলে বারবার ভাসতে চাই আমি
সেই ভুলে বারবার রাঙাতে চাই এই হৃদয়
                                               বসন্তের মতো !
তুমি বারবার ফিরে এসো নামহীনা,
বারবার ফিরে এসো স্বপ্নে দেখা ভুল হয়ে।



২৭/৬/২০১৬
সোবহান শিল্প এলাকা, কুয়েত