অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান
তোর নাম ইংক্যা ক্যা বারে?
হেসে বলি ‘নাড়ির সন্ধ্যান করো
উত্তর তবে পেয়ে যাবে দ্বারে’।


পিতার পদবীর অঘোর নিয়মে
খান জুড়ে গেছে নামের আগে
লোকনাথী আমার মাতৃর দাগ
ধারণ করি তা বক্ষে অনুরাগে।


ধর্ম কর্ম মেনে চলি আমি
প্রতিদিন যাই মসজিদে
পূঁজো পার্বণেও মন্দিরে যাই
দূর করি আত্মার ক্ষিধে।


লোকনাথী বেশে বাতাসে মিশে
শুভ বার্তা বিলাতে আসি
যে যাই বলুক ভালো কী-বা মন্দ
এই নাম বড় ভালবাসি।


মুসলিম যদি না মানো আমায়
তবু হিন্দু বলো না ভাই
হিন্দু-মুসলিম বিভেদ ভুলে
আগে মানুষ হতে চাই।



*ইংক্যা ক্যা বারে?  > এ রকম কেন? (আঞ্চলিক ভাষা)


১৮/৭/২০১৬
শেখ সাদ্ এয়ার পোর্ট
কুয়েত