গভীর নিশিতে দূরের আকাশে
     বাজিলো হারানো সুর  
সারা ঘরে মোর উৎসব তাই
     স্মৃতি মাখা কর্পূর,
মনের ভেতর হুহু করা হাওয়া
    সারারাত জেগে থাকি
কতো যে আপন অতীত সেদিন
     ডাকিছে স্মৃতির পাখি,
হৃদয় নিখিলে কতশত কথা
     ভিড় করে নিরালায়
বাদুড় হয়ে বন্ধুরা সাথে
   দুলেছি পাকুড় শাখায়,
নাগরের জলে ডুবে ডুবে সবে
   হয়েছি জলের মাছ
নুনের জিলির এপার ওপার
   সাঁতরেছি বুনোহাঁস,
মেলায় কেনা মাটির ব্যাংকে
    কত ছিলো স্বপ্ন লুকে
কিছু না পাবার সেইসব দিন
    ব্যাথা হয়ে বিঁধে বুকে,
কতো স্মৃতি আজ মনে পড়ে হায়
    আবেগি অসুখ মনে
শৈশব দিনে ফেলে আসা স্মৃতি
    মনে পড়ে ক্ষণেক্ষণে,
ছোট্ট বেলার সেইসব দিন
    অকৃপণ দিয়েছে ভরে
বহুদিন পর সেইসব কথা
    স্মৃতি হয়ে মনে পড়ে।