তোমার দুয়ারে দাঁড়িয়ে ভিখারী
শূন্য দুখানা হাতে
শোনো ফরিয়াদ ক্ষমা করো প্রভু
ফেরাও না এই রাতে;


পঞ্চ রিপু আর জানা-অজানা
হাজারো পাপের ভিড়ে
তোমার হুকুম পালন করিনি
আহ্বানে আসিনি ফিরে;


জীবনের যত গুনাহ্ হে প্রভু
করেছি না বুঝে আমি
নিজ মহিমায় ক্ষমা করো দাও
তুমি তো অন্তর্যামী;


দুষ্কার্যের বোঝা মাথায় নিয়ে
করজোড়ে ক্ষমা চাই
রোজ হাশরের বিচারের দিনে
যেনো রাসূলের শাফায়াত পাই।